Follow Us:
About
For the betterment of the underprivileged, foundation has a long-term plan to start school for them. As a part of the activities with the help of relevant field advisors and academics, foundation has completed the book for the early childhood development program and first-class (Playgroup).
Initially, it has a plan to implement the program for the early birds of Joy Shokol Shishur Program with close monitoring and supervision. After observing and learning from the result of the first batch from next year Foundation has a plan to expand its program nationwide.
You helped us give more than thousands Bangladesh’s most vulnerable children their dream of going to school. Now they can imagine a better tomorrow — a future free from poverty. From early childhood education to primary and secondary school, and on through college graduate degrees and professional programs, our education services remain a critical cornerstone of our humanitarian work.
আমাদের আশেপাশে রয়েছে অনেক সুবিধাবঞ্চিত শিশু যারা বিভিন্ন কারণে হারিয়ে ফেলছে তাদের মূল্যবান শৈশব। যে বয়সে একটি সাধারন পরিবারের ছেলে- মেয়েরা স্কুলে যায়, খেলাধুলা করে সেই একি বয়সে আমাদের চারপাশে কত ছোট ছোট অনাথ বা একেবারেই দরিদ্র ছেলে- মেয়ে ঘুরে বেড়ায়।
যদি বলি আমি নিজেই কাল রাস্তায় একটি বাড়ির সামনে বসে একটি ছোট মেয়েকে পড়তে দেখছিলাম কথাটা ভুল হবে না। এমন হয়তো অনেক বাচ্চারাই আছে কখনও আমাদের চোখে পরে বা কেউ পরেনা।
কেকে ফাউন্ডেশন এর “এডুকেশন” প্রোগ্রাম এর অন্তর্ভুক্ত একটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে যেখানে আমরা প্রথমে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুকে অক্ষর জ্ঞান দিয়ে থাকবো। এই প্রোগ্রামটিতে প্রতিটি শিশুর জন্য প্রতিমাসে মাত্র ১০০০ টাকা খরচ হবে।
আমরা তো কত ভাবেই আমাদের দৈনন্দিন জীবনে কত টাকাই খরচ করি আসুন না এই বাচ্চাগুলোর পাশে দাড়াই বেশি না অন্তত একটি বাচ্চাকে প্রতিমাসে আমাদের আয়ের একটি ছোট্ট অংশ দিয়ে সাহায্য করি।