Helping

মেডিকেল ক্যাম্প ২০২১: এরেন্দাবাড়ি – বন্যাকবলিত অঞ্চলে কেকে ফাউন্ডেশন

৮ই অক্টোবর, ২০২১ বন্যাকবলিত অঞ্চলে কেকে ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ এবং এর আর্থিক সহায়তায় এরেন্দাবাড়ি, গাইবান্ধায় মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। আমাদের উদ্দ্যেশ্য ছিলো ৩০০ মানুষের ওষুধ সহ প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার।

৫ জন ডাক্তার ও ৩ জন ইন্টার্নের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমকে মেডিসিন, পেডিয়াট্রিক এবং গাইনোকলোজিস্ট এই তিন ভাগে ভাগ করে দেয়া হয়েছিলো। ডাক্তারদের দেয়া প্রেস্ক্রিপশন অনুযায়ী ওষুধপত্র বুঝিয়ে দেয়া হয় প্রত্যেক রোগীকে।

এ উদ্যোগে স্থানীয়ভাবে সহযোগি সংস্থা ছিলেন গন উন্নয়ন সংস্থা (GUS)।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.